কবিতায় পরিমল ঘোষ

 যিশুখ্রিস্ট স্মরণে

পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্ট
এলেন ধরাতলে,
তাঁকে ঘিরে মাহাত্ম্য-কথা
বিশ্ব জুড়ে চলে।
ঈশ্বর-ভক্তির কথা তিনি
শোনান সর্বজনে,
শত্রু তবু বাড়তে দেখে
দুঃখ পেলেন মনে।
রাজার লোক মারে তাঁকে
ক্রুশ-বিদ্ধ ক’রে,
ক্ষমা তবু ক’রে যান
মহত্বের জোরে।
খ্রিস্ট-অব্দ শুরু হলো
তাঁর সময় থেকে,
মানব প্রেমের চির-বাণী
গেছেন তিনি রেখে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।