কবিতায় পারমিতা দাস চৌধুরী

সেই নদী
আমি হতে চাই সেই নদী,
যেখানে জোয়ার ভাটা খেলা করে,
আমাকে ডোবায় ভাসায় বারেবারে।
কালের নিমগ্ন ইতিহাসে
তোমার কাছে হার মেনেছি আমি।
আমার ভেসে বেড়ানো শুধু তোমার জন্য।p
তুমি চাঁদের মতো তাকিয়ে থাকো
নিরুত্তাপ, নিরুদ্বেগ, নির্নিমেষ।
অসীম শীতলতা তোমার দৃষ্টিতে।
আমি সম্মোহিতের মত বয়ে চলি
হয়ে সেই নদী, যে শুধু তোমাকেই চায়।