কর্ণফুলির গল্প বলায় প্রকাশ চন্দ্র রায়

অপরূপ অপঘাত

জ্বালাও পোড়াও ধ্বংস করো,
ছাই করে উড়িয়ে দাও সচল বাতাসের সাথে,
প্রেমাসক্ত দুর্বিনীত দুরাচারী এই অবাধ্য মনটাকে;
কেন সে বারবার কাছে পেতে চায় একান্ত নিভৃতে
একা তোমাকে শুধুই তোমাকে।

মা মাটি মানুষ সব ভুলে মন তোমাতেই মগ্ন সারাক্ষণ,
এ কেমন অবিচার তার!

অলিখিত কর্তব্য অনেক অলক্ষ্যেই বর্তায় একজন মানুষের উপড়,
কেন সে মানুষ স্বেচ্ছায় হারায় আপন স্বত্ত্বা শারীরিক সাগরে?

অপরূপ অপঘাত এই অসম প্রণয়
জীবনের যৌক্তিকতাকে কুরে কুরে খায়
দুরারোগ্য ক্যান্সারের মত।

তবুও মানুষ হায়! আপন স্বত্ত্বা হারায়
এই কুহকের কবলে পড়ে সময়ে অসময়ে,
প্রকাশ্যে গোপনে-ইচ্ছায় অনিচ্ছায়।

Spread the love

You may also like...

error: Content is protected !!