সাতে পাঁচে কবিতায় পরিমল চট্টোপাধ্যায়

শ্রাবণসন্ধ্যা

ভেসে যাচ্ছে গান ভেসে যাচ্ছে সুর
শ্রাবণসন্ধ্যার অন্ধকার জঠরে
হারিয়ে যাচ্ছে জলজ শব্দমালা
তুমি অনিন্দ্য অপরাহ্নের কাছ থেকে
ছিনিয়ে এনেছিলে সোনা রোদ্দুর
তার ওম মেখে আকশে উড়েছে মনপাখি।
সন্ধ্যার বিষাদবরিষণে মিশে যাচ্ছে
ভুবনডাঙার বাউলগান
খোয়াইএর মাটিতে জাগছে সর্বনাশের টিলা।
রাতের বিছানাসাম্পানে নীরব আকাশ
ওষ্ঠের কাছে এসে ফিরে যাচ্ছে অধর
দুয়ারে কি কড়া নাড়ছে অলৌকিক ভোর?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।