T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় নজর উল ইসলাম

অবিকল্প পাখির নিঃশ্বাস

প্রজাপতির খিলখিল নির্মাণ বিন্যাসে
ভেসে গেছি অনন্তের আশ্চর্য জোছনায়
স্মৃতিকাতর পৃথিবী জানে সমগ্র আনচান
পরম্পরা ছুঁয়েছে মায়া-মোহ— যখন-ই
মুখোমুখি দাঁড়াই নতজানু অনুক্ত বিনয়
ঘাসের মাটি নির্ভরতা পোশাকি শিল্প
গল্পের সুবাস নিংড়ে উঠি সম্প্রতি
আমার প্রেমের মহামন মুদ্রিত চাষে
জীবনভর এ বোঝা মনাহত সাহিত্য বর্ণনে
ইচ্ছের অবিচল পাখির নিঃশ্বাস রূপে
বন্দনার গানে গানে প্রতিরূপ আকাঙ্ক্ষা
বীজে সৌরসুন্দর, মহিমা সুদীর্ঘ মায়াময়
চাঁদ এসেছে আমি ছুঁতে যাইনি, বুকের
আজনবি ফুলময় তাও পালাবদল হয়নি
শুধু সেই পাখিটা আজও শিকড়ে
নেশাতুর সৃজন-স্মৃতিচারণায় আকুল
বিভোর বিরহের নিরুদ্দেশের জীবন-নদী
গ্রহণ-পাড়ার আবহমান অনুরাধা এক…

Spread the love

You may also like...

error: Content is protected !!