T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শ্রীতন্বী চক্রবর্তী

হেমন্ত-বিকেল

আজকে আরেকটু বেশিক্ষন থেকে যেও, নবান্নের ঘ্রাণে,
সাজিয়ে রাখবো খইফোটা-কথা আর আড়াআড়ি ধান-ছটাকের পানসি
বিকেল হবে স্তিমিত, তুলি-ইজেলে থাকবে পিঠেপুলি রং,
গুড়-জ্বাল-দেওয়া শব্দের রন্ধ্রে রন্ধ্রে হেমন্তের মিঠে আল্পনা,
আজকে আরেকটু বেশিক্ষণ ভালোবেসো,
পিঠ জুড়ে পাতাঝরার নিক্কণ,
আঙুলের শেষে জলপিপি-ছোঁওয়া,
আরশিতে থেকে যাক আলো-আঁধারের মায়াবী প্রস্রবণ,
শরীর বল্কলহীন, উদ্বেলিত ছন্দ
এসো একগোছা রজনীগন্ধা বিকেলে
মিলেমিশে যাক গৌরীকাজলের সুগন্ধ,
আর চন্দন-ভাস্কর্য্য!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।