ক্যাফে কাব্যে নজর উল ইসলাম

জলসাঘর
জলসাঘর কত কী না ফুটে উঠছে তারার সন্ধ্যা
আশ্চর্য অভিনয় স্মৃতি-জ্যোৎস্নার অফুরান ঢেউ
বাতাসে ভাসে নিষিদ্ধ সুর বিক্ষেপ মগ্ন দুঃখবোধ
অভিবাদন শুধু ঝরাপাতায় মলাটজোড়া
বিমোহন তবু অতিকায় প্রজন্ম টানে অনবদ্য নদী
গোঘাসির মতন জাবরকাটা এক বাঁচন প্রয়াস
জলের নিবিড়ভাব জয়ধ্বনি কুড়িয়ে আনে সুনিপুণ
সূর্যাস্ত লাজুক মজায় নড়িয়ে দেয় হৃদয়পাষাণ
দোলাচলে অখন্ড অনুবাদ গাঢ় লাল হতে হতে
চরম শিখরে পোষে দিনমান— প্রেরণাহীন
জীবনপত্রে রাশি রাশি যেন ক্রীড়ানক মানুষ
পথ ধরে যত এগিয়ে যাই দেখি বিচ্ছিন্ন অভিযোজন…