কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা

অন্দরমহল ১২

নদীকে যে লুকিয়ে চুমু খেতে যেতো
আজ পড়শীর হাত ধরে সে ডুব দিচ্ছে স্রোতের ভিতর l
ভেজা গায়ে কাকের পাশে,
মালসা আগলে পড়ে থাকা সীমান্তের সৈনিক
এক টুকরো গরম শিশা এফোঁড় ওফোঁড় করেছে যার বুক l
সাদা পোশাকের বিজ্ঞাপনে কত আর ঢেকে রাখা যায়
জন্মের সব থেকে আশ্চর্য্য শব্দটির অনুপস্থিতি l
বুকের ছিদ্র দিয়ে যে আকাশ দেখা যাচ্ছে
একটি তারার সংখ্যা বেড়েছে সেখানে,
তার সাথে দেখা হবে, কথা হবে নিঃশব্দে, নির্জনতায়,
জন্ম জরুলের সাথেই থেকে যায় আয়ূ জুড়ে সে জন্মঋণ l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *