হাওয়ার সাথে আসছে ভেসে, খবর তার
এমন দিনে নিষিদ্ধদের ডুব সাঁতার
কে জানে কোন জানলাতে আজ ব্যাকুল চোখ
কার্নিশে তার স্বপ্নে দেখা বৃষ্টি হোক
ঠোঁট ছুঁতে চায় তোমার সাথে গরম চা ও
যে যার ঘরে সবুজ আলোয় বন্ধুরাও
শুনেছি তার আসার কথা খানিক পর
এই ঝড়েতে অটুট থাকুক সকল ঘর
৩| শীতলতম
গভীরের অনেকটা গভীরে
মনে হয় তুষারপাত হচ্ছে,
কনকনে অনুভূতি আঙুলের ডগায় l
পায়ের পাতা ছুঁয়ে থাকা শীতলতা
তরল কষ্ট গুলো ধীরে ধীরে
পাল্টে যাচ্ছে যন্ত্রণার বরফে l
এখানে রাত্রি …..
আলোহীন, শব্দহীন, সঙ্গহীন,
শুধু কালপুরুষের কাছে
কথা জমা রেখে দেওয়া যায় l
জমাট কুয়াশা আকাশ ঢেকে দিলে,
চোখ লেগে আসে l
এবার একটা ঘুম আসুক
শীতলতম………….ঘুম।