কবিতায় বলরুমে নিবিড় সাহা

কুছ আজীব হ্যায়
পড়ন্ত এক বিকেল এখন
কমলা রঙের ঠোঁট ছুঁয়েছে পাহাড় চূড়োয়
সে এসে ঠিক পৌঁছে গেছে
যে তোমাদের ফেলে যাওয়া খুশি গুলোর টুকরো কুড়োয়
এবার অনেক ফুল ফুটেছে নানা রঙের
অনেক রকম অচিন পাখি আসছে উড়ে
হাত খালি তার, অথচ দিন খুব সেজেছে
বোঝেনি সে, এখান থেকে উপত্যকা অনেক দূরে
ওহ অউর উনকি তানহাই…..
তিন প্রহরে মিশছে গিয়ে নদীর সাথে
হাত খালি তার, অথচ রাত জোনাক জ্বেলে খুব সেজেছে
মলিন স্মৃতির ছোপ ধরা এক জোছোনাতে।