কবিতায় বলরুমে নিলয় নন্দী

স্পিডোমিটার
ভালো আছি। এটুকু বলেই নিঃশব্দ হবো।
বাইকে জড়িয়ে আছে যে কিশোরী
সে প্রেমিকা কিনা এখনো জানি না।
আমার শরীরে এখনো আশ্চর্য চুম্বন
শুঁয়োপোকার মত লেগে আছে। কাঁটা বেঁধে…
একটা চওড়া পিঠ বহন করছে প্রেম
ততোধিক চওড়া বুক স্পর্ধা প্রসারী
রাস্তা ভেসে গেছে আত্মীয়স্বজন পরিমিতিবোধ
সে বুঝি আমার হোক! সে বুঝি তোমারও!
রাস্তা অবরোধ। দ্বিধার ফাটলে পড়ে বিটুমিন।
কিভাবে এগোনো যায় বাইপাস গুগল ম্যাপ
কিভাবে ভালো থাকা যায় জানে স্পিডোমিটার…