ক্যাফে কাব্যে নীলাঞ্জনা মল্লিক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্রেম
যখন
পথ হারানো শীতের কবিতারা
আশ্রয় নেয়
গতে বাঁধা দিনযাপনের গায়ে…
আকাশ পাতালের পাথুরে ব্যবধান
ভেঙে গুঁড়িয়ে দেয় বোহেমিয়ান মুগ্ধতা-
কেবল সর্বনাশই তার একমাত্র সম্বল।
সমস্ত নিষেধাজ্ঞা ভুলে
দাউ দাউ আগুনে ছাড়খার
সংযমের বলিষ্ঠ শরীর।
আমার আলুথালু ভাবনারা তখন
তোমার আদররঙা পূর্ণিমা পেয়ে দিশেহারা।
তবুও সেবার কোনওক্রমে
অগণিত চাপা নিঃশ্বাস
আর নিষেধাজ্ঞার সিমেন্ট নিয়ে
বুক পুড়িয়ে গড়ে তুললাম মস্ত প্রাচীর।
আজ আবার
তেমনিভাবেই ঘুমভাঙ্গা চোখের পাশে
সেইসকল মনভোলানো স্তবগাথা
এসে ভিড় করেছে খিল আঁটা দরজায়।
তোকে বলছি অনুরাগ- মরতে কি শিখবিনা তুই কখনও?