কবিতায় নবকুমার মাইতি

সুনীল সুন্দর
চির বোহেমিয়ান কবি
আমার বোধ ও বোধিকে নিয়ে যায়
কোন এক অনির্দেশ্য ভুবনডাঙায়
চলমানতাই জীবন, স্থবিরত্বই মৃত্যু
সৃষ্টির সুবিশাল অর্ঘ্য, চিরন্তন মানবের স্বর্গ
পাথরের স্তন ভারে উদ্ধত পাহাড়
জ্যোৎস্নার আঁকিবুকি মৈথুন
শব্দের বুননে ভালবাসায় ঋদ্ধ খরশান কলম
নীল জ্যোৎস্নায় চবুতরা
একদিকে শরীর, শীৎকার, সহবাস: অন্যদিকে
নিখাদ প্রেম, সারস্বত সাধনা, ব্রত ও সন্ন্যাস
মৃত্যুবাসরে বসে জীবনের স্তব!
বিষণ্ণ জীবন খেয়া পথে আনন্দের স্থলপদ্ম ফোটে
যা দিয়ে গাঁথি প্রেমের স্তোত্রমালা, কখনো প্রসন্ন
কখনো উন্মাদনা, জীবন জলসার খেলাঘরে
সকরুণ নিঃশব্দ গান গেয়ে ওঠে পথে ও প্রান্তরে
মাথার উপর তাই আজ আকাশ সুনীল
নির্জন নীলিমা ছুঁয়ে ওড়ে শঙ্খচিল
জীবনের কী বিচিত্র মিল, দেখেছে সে পথের দু’পাশে—
নিবিড় আঁধার চিরে ভালবাসার ফুল ফোটে ঘাসে
কোন কোন শোক বড়ই ব্যথার
কোন কোন শোক বোধ হয় আজও
আমাদের সুন্দর করে: সে তুমি, সুনীল সুন্দর
যে অনায়াসে বলতে পারে নীরা,
আমার মানসপ্রতিমা, দেখা হবে দিকশূন্যপুরে
অনন্ত জিজ্ঞাসার উত্তর তুমি পাবে
দেখা হবে মোহনায় চিরন্তন কালের মন্দিরে।