কবিতায় পদ্মা-যমুনা তে নূরুল ইসলাম

সুন্দর পৃথিবী
অসীম সুন্দর এই পৃথিবীটা
চারিদিক ঘেরা সবুজে
আজও মেঘলা আকাশের নিচে আছি শুয়ে
কেউতো পাবেনা আমায় খুজে।
আমি হারিয়ে গিয়েছি অসীম সুন্দর পৃথিবীতে,
শত চেষ্টা করেও পারছিনা মায়া কাটাতে ।
কিন্তু একটা কথা !
সুন্দর এই পৃথিবী, পৃথিবীর এই মায়া
মানুষকে দিচ্ছে ধোকা ফেলছে দুঃখের ছায়া।