|| আ মরি বাংলা ভাষা || সংখ্যায় নিলয় গোস্বামী by · February 23, 2021 আঙুলের আলপনা শালিকের বনে আলোর নাচন গান ধরে ঝরা পাতা জোছনার খামে পাঠিয়ে দিয়েছি মনখারাপের খাতা। যেখানে জীবন আলোর গালিচা নামিয়ে রেখেছে চোখে সেখানে তোমার হৃদয় যাপন বিষণ্ণ কালো মুখে। বিফল প্রেমের পুঁথির পাতায় আঙুলের আলপনা অদেখা ভুলের সীমানা ছাড়ায় বিরহের আনাগোনা। রোদের শরীরে জলের হেঁশেল অভিমান করে তারা সবটুকু তুমি জেনে গেছো শুধু আমার গল্প ছাড়া। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে শুদ্ধেন্দু চক্রবর্তী (পর্ব – ১৩) March 2, 2021 by · Published March 2, 2021