দ্য ন্যুড ফ্লুট

কলকাতা শহরের বুকে বেশ কয়েক বছর ধরেই অনেকে ভিন্ন-নাট্যভাবনাকে তুলে ধরছেন। কেউ একে বলছেন অল্টারনেটিভ থিয়েটার, আবার কারোর মতে এটাই হল মডার্ন থিয়েটার। খোঁজ নামে এই নাট্যদলেরও দাবি তারা বিষয় ভাবনায় এক আধুনিক মন ও চেতনাকে তুলে ধরার চেষ্টা করছে। আর তারই সূত্র ধরে জন্ম নিয়েছে ‘দ্য ন্যুড ফ্লুট’। এই ভিন্ন ভাবনার নাটক যাকে বলা যায় অভিনয়, নৃত্য, আলো আর মিউজিকের এক সয়ংসম্পুর্ন কোলাজ, দেখতে হলে ২৫ আগস্ট’১৯ অবশ্যই চলে আসুন তপন থিয়েটারে। সময় দুপুর ৩টা।
নাটকটি পুনরায় মঞ্চস্থ হবে ২২ সেপ্টেম্বর’১৯ সন্ধ্যা ৬টায় জ্ঞান মঞ্চে। টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন- কৌস্তভ ৮৪২০৮১৬০৬০ এবং সুশোভন ৯৭৪৮৬৮৯৬৮০ নম্বরে।