কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

বৈশাখ মানেই

বৈশাখ মানেই
সারা বছরের গ্লানি ভুলে
জীবনকে সুন্দর করে গড়ার দিন।
শত্রুকে ক্ষমা করে মিত্র ভেবে
আপন বক্ষে তুলে নেওয়ার মুহুর্ত।
পুরাতন কথা ভুলে গিয়ে নতুন করে
ভাববার এক সুন্দর লগ্ন।

বৈশাখ মানেই
চারিদিকে জয়ধ্বনি মুখর
সুন্দর দিবস শর্বরী।
শহরের অলিগলিতে ফটক রঞ্জিত
আনন্দের এক প্রতিমূর্তি।
ছেলেমেয়েদের চোখে মুখে স্ফূর্তির ছাপ।

বৈশাখ মানেই
কৃষকের চোখে মুখে আশার বানি।
ফসলের মাঠ জুড়ে সোনালী ধানের
দখিনা হাওয়ার তালে নৃত্য।
ধান মাড়ানো দাওয়ায় বসে
গুনগুন করে কৃষাণ কৃষাণীর গান।

বৈশাখ মানেই
প্রেমিক প্রেমিকার নতুন করে
ভালবাসার প্রতিশ্রুতি।
সুচিন্তিত মতামত দিয়ে লিপির
মাধ্যমে গভীর শুভেচ্ছা বিনিময়।
মিলনের গভীর আশা হৃদয় প্রান্তরে।

বৈশাখ মানেই
কবি গুরুর এক সুন্দর জন্মলগ্ন।
তাঁকে বাঙালী হৃদয়ে একাগ্র চিত্তে
বরণ করে নেওয়ার ক্ষণ।
তাঁর বিশাল অমর কীর্তির বহি:প্রকাশ।

Spread the love

You may also like...

error: Content is protected !!