কবিতায় নিবেদিতা চক্রবর্তী
by
TechTouch Talk
·
Published
· Updated
স্বপ্ন মিলন
স্বপ্নে তুমি আসো আমার রোজ,
মাতাল বাতাস এলোমেলো, জানায় তোমার খোঁজ,
ঠিক যে পথে নাম-না-জানা খরস্রোতা নদী,
খড়কুটো সব ভাসিয়ে দিয়ে ভাসালো প্রেম তরী,
পাহাড় ঝুঁকে প্রেম জানাল উপত্যকা বাঁকে,
নাচ্ল ময়ূর, তুলল পেখম বর্ষা মেঘের ডাকে,
শিশির ভেজা বন-ফুলে তে প্রজাপতির ডানা,
মাখল সুখে প্রেম সোহাগের রেনু সোহাগ দানা,
মাখল আকাশ দিগন্তিকায় আলোর পরশ খানি,
ধুইয়ে দিয়ে জুড়িয়ে গেল তপ্ত হ্রৃদয় খানি,
ঠিক সেখানেই স্বপ্ন ডানায় নীড় বাঁধা দুই পাখি,
চঞ্চলতার ঘোর কাটিয়ে থামল ডাকাডাকি,
মিষ্টি প্রহর, হঠাৎ সেথায় থামল লাজুক প্রেমে,
উপত্যকায় দিক হারিয়ে, পাহাড় এলো নেমে,
মেঘের ডাকে, পেখম তুলে থমকালো সে ময়ূর,
প্রজাপতি থামল ডানায়, মেখে সোহাগ রেণুর,
দিগন্তিকার বক্ষ জুড়ে আলোর পরশ খানি,
বিস্ময়েতে স্তব্ধ হলো, স্বপ্ন মিলন খানি।।