T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় নবনীতা চট্টোপাধ্যায়

.জামপাতার গল্প

ফিরে যাচ্ছে শীত হিমেল বাতাস নিয়ে|
উষ্ণতা ফিরি করতে এসে
দুপুরের রোদ্দুর ম্লান মুখে পাঁচিলের উপর|
অক্টোপাসের মত জড়িয়ে ধরা অক্ষরবিন্যাস
চৌকাঠে শুয়ে আছে অসমাপ্ত কবিতা হয়ে…
যে সব আলোর আছে জমা হয়ে আছে ঋণ
তাদের কাছে গিয়ে মাছেদের রূপকথা বলি|
ভালোবাসা হিংস্র সিংহ হয়ে ছিন্নভিন্ন করে
তাদের যাবতীয় তন্তু, আঁশ ও শ্যাওলা সমূহ…
কমলালেবু রঙের রোদ্দুর মুখে ফিরে যাচ্ছে শীত
এইসব আমপাতা…জামপাতার গল্প নিয়ে|
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।