কবিতায় নিখিলেশ চক্রবর্তী

ভোরের প্রকৃতি

ভোরের আকাশে মেঘ দিয়ে আঁকা
শিউলি ফুলের মেলা ,
কাশের গায়েতে ফেনা দিয়ে ঢাকা
নদীতে বালুর বেলা ;
বাতাসে গতির প্রবাহে মেতেছে
সবুজ ধানের ঢেউ ,
আলপথে হেঁটে ছাপ রেখে গেছে
গাঁয়ের বালিকা কেউ ;
ছায়া দিয়ে ঘেরা পল্লীর শোভা
চোখের কোণায় দুলে ,
বাঁকা রাস্তায় কিরণের প্রভা
নেমে আসে পথ ভুলে ।
নয়ানজুলির একপাশে ভাসে
কচুরিপানার সারি ,
এঁদো ডোবা আর পুকুরেতে হাসে
শাপলা ,শালুক ভারী ;
শান্ত নীরব বনানী ও মাঠ
নীরবতা রেলপথে ,
কোলাহলহীন দূরে খেয়াঘাট
চাঁদ- ঝরা জলপথে ;
ক্লান্তিবিহীন মুক্ত ‘ হৃদয়
মুক্তির স্বাদ মাখে ,
প্রকৃতির ফুলে ফুল কথা কয়
রঙিন আঁচল আঁকে ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।