কবিতায় বলরুমে নির্মাল্য বিশ্বাস

মধু চান্দ

হেরি হাসি তব মধুঋতু আওল ,
আঁখিপাতে তুঝ হৃদয়কমল টলমল ।
তুঁহুঁ চান্দ, তুঁহুঁ ভুবন ।।
কুহু কলস্বরে পিককুল গাওই ,
রক্ত পলাশ তব সীমন্ত বিহরই ।
হিয় হিয় রাখবি তোঁহারি যৌবন ।।
চলহ চান্দ, খেলহি ফাগ ,
অঙ্গে অঙ্গে তব ছুঁয়াব সোহাগ ।
কো তুঁহুঁ কো তুঁহুঁ রোদহি প্রাণ ।।
কানন-আনন ভরি স্বপন দোঁহে ,
জাগসি যমুনা অনুখন মোহে ।
তুঁহুঁ রাধা, তুঁহুঁ মরণ ।।
ডাকসি বসন্ত অব, পিছে পিছে যাওব ,
গগন মগন ভব, তুঁহুঁ নাহি ছোড়ব ।
পন্থ দেখাওব রঙ্গ বরষণ ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।