T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় নবপর্ণা

লাল পলাশের রঙের হোলি

পলাশ রঙে মাতলো আকাশ,আগুন রাঙা রঙে
প্রকৃতি যে দেখালো আজ,বিশ্ব সুন্দরীর সাজে ।
হলুদ বরন কল্কে ফুল, শিমুল আর পলাশের মেলা
প্রকৃতির মাঝে বসেছে যেন আজ বিশ্ব সুন্দরীদের মেলা।
খুশির হলির রঙে আজ মেতেছে আকাশ বাতাস
কৃষ্ণ প্রেমের রঙে প্রকৃতি রাধার শরীর যেন উঠলো নেচে যে আজ।
কৃষ্ণ যেন বলে রাধারে ” রঙ ডারুঙ্গি তুম্হারে উপর” হোলির নানান রঙ
লজ্জ্বায় রাঙা প্রকৃতি রাধা উঠলো যে নেচে, লাল হলুদ কৃষ্ণচূড়ার রঙে তার মন।
রামধনুর এই উজ্জ্বল রঙে প্রকৃতিকে দেখাচ্ছে অপরূপা
আকাশনীল শাড়ীর গায়ে চলছে যেন রামধনুর এই লাল,হলুদ,সবুজ আর বেগুনী রঙের খেলা।
প্রকৃতির এই অপরূপ রূপ দেখে হোলির রঙে মেতেছে সব গোপীরা
সেই আবেশে কৃষ্ণ তার মুরলী তে তোলে ধূন ভোরের আহীর ভৈরবীর সুরের খেলা।
ভোরের আকাশে রঙের খেলায় সুরের আবেশে সৃষ্টি হয়েছে এক স্বর্গীয় আবরণ
সেই আবেশে মেতছে সব জগত সংসারের সমগ্ৰ জীবকূল।

Spread the love

You may also like...

error: Content is protected !!