চেরাপুঞ্জীর মেঘ ডেকেছ ঘরের কোণায় ভিজবে বলে
বাঁধতে তাকে পারবে না যে ভিজিয়ে সে তো যাবেই চলে
ছোট্ট জীবন সুখও ক্ষণিক বেঁধেই বা কি হবে বলো
ভিজতে চাইলে চাতক সুখে আমার সাথে একলা চলো
পাহাড় কেন ভিজবে একাই সাগরের কি সাধ জাগে না
বুক চিতিয়ে ডাকছে কাছে মেঘ যে কেন তার হবে না
আসল কথা হল এটাই বৃষ্টির ও কেউ আপন আছে
তাকেই ভেজায় মনের সুখে পাহাড় ছুঁয়ে যে জন বাঁচে।