মেহেফিল -এ- শায়র এম উমর ফারুক (নির্বাচিত কবিতা)
by
TechTouch Talk
·
Published
· Updated
বাঁধন ছিঁড়ে যায়
সেদিন বিকেলে কত মায়াভরা কণ্ঠে
আমাকে আপন করে নিলে
স্বপ্নের ভেতরে নতুন করে স্বপ্ন দেখালে
ক্ষত চিহ্ন মুছে ফুলের সৌরভে
নতুন করে পথচলার প্রয়াস জোগালে
জীবনের আকাশে মেঘ নিল বিদায়
নীলিমায় খোঁজে মন আপনকে
হƒদয়ের জমিনে ফোটে শরতের কাশফুল
আলতো ছোঁয়ায় বিষাদ কেটেছে
কষ্টের চাদর মোড়ানো স্বপ্ন জীবন থেকে
ঘুণে ধরা মন জেগেছে নব উদ্যমে
মধ্যরাতে কেঁপে ওঠে বুক
তছনছ করে দেয় জমানো সব সুখ
বেহালার করুণ সুরে ছিঁড়ে যায় বাঁধন
অন্ধকারে ডুবে গেল সাজানো ভুবন।