কবিতায় মীনা রায় বন্দ্যোপাধ্যায়

মন্ত্রসম

গুরু হলেন পথের দিশা
প্রিয় বন্ধু তিনি ,
গড়তে জীবন সঠিক পথে
তাঁর কাছেতেই ঋণী।
অন্তরেতে শুদ্ধ জ্ঞানে
জ্বেলে দিয়ে আলো ,
জগৎ জনের মঙ্গলে দেন
মুছে আঁধার কালো।
গুরু অর্থ বিশাল বড়ো
সম্পর্ক এক বটে ,
জন্মে জন্মে গুরু শিষ্যে
মিলন বুঝি ঘটে।
লঘু গুরু বুঝে সম্মান
দেন না জ্ঞানী কে বা !
গুরুর আদেশ নীতি মেনেই
ভক্ত করেন সেবা।
ধর্ম কর্ম ন্যায় নীতিতে
সত্যে ধরে চলতে ,
গুরুর বাক্য নিয়ম নিষ্ঠাই
শেখায় সত্যি বলতে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।