T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় মৌসুমী রায়

দৃষ্টিবিভ্রম ও টাইমটেবিল
একমুঠো রঙ বা স্বেচ্ছা বিবর্ণতা,
যেতে যেতে থমকে দাঁড়িয়ে অবাক
কৃষ্ণচূড়া।
মুঠি রোদ অথবা সপাট কালবৈশাখী,
গোলদীঘির জলে বিকেল হারিয়ে
অবাক মাছরাঙা ।
ছায়াছায়া মনকেমন কিম্বা লেবুফুল
ধূসরে ঝরে পড়া নোটবুকে
স্তব্ধ অক্ষর।
আবীর গুলাল বা অন্যান্য
এত সব নির্ভূল বসন্তের অনুসঙ্গ হতে হতেও হয় না।
কখনো আমি অথবা কখনো তুমি
অবধারিত ট্রেন মিস করি।