T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় পিয়াংকী

নাবিক ছায়া আর বিপ্লব

ধোঁয়া ছিল না
সবকিছুই শূন্য ছিল।তবু স্পষ্ট ছিল
আরোপিত হলেও সেটুকু নিয়েই বিপ্লব উঠেছিল

আসলে কিছু দস্তাবেজ থেকেই যায় দিনের পর
দিন জুড়ে

ছায়া পড়েছে
লোকজন হয়তো রাস্তায়।
বেচতে বেরিয়েছে নিজেদের
লাখো কথা বলছে পাখিরা

আসলে মৃত মানুষের ঘোষণা সবসময় বিশ্বাস আর নিশ্বাস মিশিয়েই হয়

শব্দের ব্যবহার নেই
অথচ দরকার আছে
দরজা খুলছে না
একটা সহজধাক্কা দেয়া উচিত এখন।
কিন্তু মানুষ কই?

নাবিকরা তাদের নথিতে উল্লেখ করেছে জলের দাম ভয়ানক।

Spread the love

You may also like...

error: Content is protected !!