T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় মৌসুমী রায়
by
·
Published
· Updated
হ্যাপি নিউ ইয়ার
হেমন্তের ঘন্টা ঢং ঢং বাজলে
তোমার শহরে কুয়াশার গান
থমকে দাঁড়ায় পেট্রোলিং জীপে
গীর্জার কনফেশন বক্সে
গুণগুণিয়ে ওঠে ঝাপসা অতীত
কমলালেবুর মেঠো বুক চিরে
গোধূলির আলো নিভে যায়
ক্যাফেটেরিয়ার ডালগোনা ক্রেজে
মুখোমুখি ফেলে আসা লাবডুব
ফিরে পায় পিকনিক ছুট প্রাক্তন
শালিখের জোড় স্তব্ধ আবেগে
গঙ্গায় বয়ে যায় আরো কিছুটা সময়
ছেঁড়া পাল,এলোমেলো ঢেউ
পারে ফেরে মৃত ডলফিন
শামুকের খোল
ডিজে বক্স গুমগুমে ঢেকে দেয়
কান্নার কম্পাঙ্ক বিষাদ প্রহর
ব্যালকনি জুড়ে লাল ব্ল্যাঙ্কেট
সান্টাময় শপিংমল সুখের বিজ্ঞাপন
এসবের মাঝেও একটা হিমেল রাত
মৃত্যুর মত থাবা পেতে আমাকে
গিলে ফেলে রাহুগ্রাসে
একলা থেকে আরো একলা হতে থাকি
বিষন্ন সাইরেনে পুরোনো বছর
টুপ করে খসে হলদে পাতা
সূর্য ওঠা ভোরে নতুন বছর আসে