কবিতায় মালিপাখি

১। মনের ভুল

ঘাগট, কাঁসাই, কুলিক, খোড় |
কোথায় থাকিস, কি নাম তোর ??
দোয়েল, তিতির, শালিক, বক |
আলাপ করাই আমার শখ ||
টেবিল, পিঁড়িম, চেয়ার খাট |
আমার পকেট গড়ের মাঠ ||
শিমুল, পলাশ, টগর, জুঁই |
হাজার ভুতের চরণ ছুঁই ||
নোলক, নুপুর, কাঁকন, দুল |
কোথায় শ্রীভুত ? মনের ভুল ||

২। বন্ধু মেঘের দেশ

চুমকি পাতায় নাম লিখেছে বর্ণমালা ভোর |
বুকের ভিতর ছবির জগৎ, ঝর্ণা ফুলের ঘোর ||
পাঁপড়ি থেকে ঝরলো আলো, পুচ্ছ নেড়ে তাই |
বললে পাগল চরকি বাতাস, ইচ্ছে উড়ে যাই ||
এক তারাটির সুর মেখেছে স্বপ্ন তুলির চর |
ঢেউ সাগরে ভাসছে এখন শঙ্খ দ্বীপের ঘর ||
মোহর নিয়ে আসবো ফিরে, গল্প হবে বেশ |
এইতো কাছেই ওড়না পাহাড়, বন্ধু মেঘের দেশ ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।