সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র – ৪৯)

হাইরাইজ

রাত জাগা মনখারাপ গুলো কখনো কখনো তুলে নিতে চায় তুলির ডগায় প্রিয় কালো রঙ৷ জাদুশব্দ বিশ্বায়ন এখন ঘরে ঘরে ৷ সেলফোন জুড়ে ফরফর করে দাপিয়ে বেড়ায় ছোটোবড়ো আরশোলারা ৷ যথেচ্ছ নৈরাজ্যে স্বাদে ভরা ইচ্ছেরা এখন আকাশ জুড়ে মনখারাপের স্বরলিপি আঁকে ৷অবিরল শূণ্যতার ভেতর উড়ে বেড়ায় মনখারাপের জলফড়িং গুলো ৷ এস্রাজের জমে থাকা অযত্নের ধুলো সরিয়ে মরা নদীর মমতোই ভেসে চলেছে স্মৃতি বিস্মৃতির ছাই গোলা নোনাজল ৷ক্রমশঃ ভুলে যাচ্ছি পাথর বিষাদ মাখা সম্পর্কের সমীকরণগুলো ৷ অতৃপ্তিতে মেঝেতে ছড়ানো মোমরঙগুলো দিয়ে এলোমেলো দাগ কাটি ৷খুচরো কিছু দাগ থেকে একটা ছবি হয় ৷ আজকাল কেমন যেন কাঁচ ভাঙার শব্দ শুনি ৷ বুকে বছর ভরা বরফগলা জল আর তীব্র ভাঙণ৷ দারুচিনির গন্ধের মতো তাদের যত্ন রাখতে চাই কোলাজে ,যেমন রাখতো ঠাকুমা চিলাকোঠার গোপনবাক্সে কলুপ বন্ধ করে তার বিয়ের সাজগুলি ৷ এখন যন্ত্রণাগুলো নিংড়ে দিই আকাশের গায়ে ,কেমন যেন হাল্কা লাগে ৷ পাঁজরের মাটি খুঁড়ে খুঁজে নিই তৈলচিত্র ৷ পিছনে পড়ে থাকে ধ্রুপদী দ্বিধা অবহেলে , পৌঁছে যাই গোপন ঠিকানায় ৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।