সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র পর্ব – ১০)

যাপনচিত্র

এক অন্বেষণ

এই যে এই শহর, ভীষণ ব্যস্ত, তবুও মাঝে মাঝে কোলাহল হারিয়ে সান্ত্বনা খোঁজে ৷কোলাহল শুনতে শুনতে রাজপথ হেঁটে যাচ্ছে লাইন বরাবর ৷ না বলা কথাগুলো কর্পূরের মত উবে যাচ্ছে ,ঘুম ভাঙ্গেনি তখনো স্বপ্নের ৷
একটা মাকড়সা বাসা বেঁধেছে নষ্ট মনে ৷ তার আটপা ক্রমশঃ জাল বিস্তার করে চলেছে ৷ বুকের ভিতর জালে জড়িয়ে যাওয়া কথাগুলো শুকনো পাতার মতো ঢিপ হয় ৷ অকারণ ডুবে যাওয়া, শরীর কুঁকড়ে যাচ্ছে ৷ বক্ষবন্ধনীর অতৃপ্ত হৃদয় ছটপট করছে ,উপড়ে ফেলতে চাইছে মনের গোঙানী ৷ ভালোবাসাগুলো বেরিয়ে আসতে চাইছে ভ্যালেনটাইনের গোলাপচিরে ৷ ইথার তরঙ্গে পাচ্ছি জাহান্নামের পদশব্দ ৷হাহাকার সব গুলো ফসিলের আকার নিচ্ছে ৷
স্বপ্নের গা থেকে খুলে খুলে পড়ছে স্বপ্ন ৷ স্নায়ুজয়ী রাতগুলো জমিয়ে রাখি মাসকাবারী ফর্দের মতো ৷ বুকের ভিতর অসম্ভব জ্বর ৷ কাঁটাকুটির খেলায় আর দায় নেই কোনো খুচরো জমানোর ৷ প্রিয় ঠোঁট থেকে মুছে যাচ্ছে হৃদয়ের দাগ,একঘেয়ে ভুল মুছে অভিমান গুলোও ফিকে হয়ে আসে ৷ ঝরে যায় শরীর থেকে অনেকান্ত ধ্রুপদী বাসনা৷ বৃষ্টিহীন বাতাসে যেমন ভাসে চাতকের হাহাকার তেমনিই সীমানা ছাড়িয়ে প্যাকেটবন্দী ইচ্ছা গুলো আলুথালু পাড়ি দেয় ৷
রাত বাড়ার সাথে সাথে অন্ধকার যতই বাড়তে থাকে আকাশের উজ্জ্বল নক্ষত্ররা ততই এগিয়ে আসে আমার দিকে ৷ আমি লাফিয়ে ধরতে যাই ওরা লুকিয়ে পড়ে মেঘের আড়ালে ৷কিছুটা বিকারগ্রস্তের মত চলি ৷ তারাদের ঘুমের নির্বেদ সপ্তকে বর্ণমালা থেকে খসে পড়ে রাগিনী ৷ অন্ধকারে ছায়া ক্রমশ ছোটো হয়ে আসে ৷ ঘোলাটে ইচ্ছা গুলো জুড়ে জুড়ে জ্বরের ঘোরে শীতল বিছানায় একরাশ একঘেয়ে ভুল লিখে ফেলি বীজ মোড়কে ৷৷পূতমন্ত্রে আগুণ জ্বালি ৷ আগুণ লেলিহান হলে শান্তি খুঁজে পাই ৷ সারা শরীরে বইছে জল ৷ জল ঝরাতে তৈরী আগুণ বনের মত রাত ফুরোলে বুকের ভিতরে তৈরী করে গভীর ক্ষত ৷ এখনো তো বাকী আছে কিছুটা সংঘাত ৷ তবুও বেঁচে থাকে যাপন -লড়াই মরুভূমি এ বুকে —অতীত আঁচড় অ্যাসিডের মতো জ্বালা ধরায় হাড়-মজ্জায় ৷মৃত্যুর বীজগোনা শুরু হয় ৷এইভাবে ছাই হওয়ার মজাটাই আলাদা _—ইচ্ছেরা পূর্ণতা চায় ,বলা না বলার ফাঁক একলা বিছানায় …… শুয়ে থাকে প্রেম, ধোঁয়া ছেড়ে এগিয়ে চলছে ইচ্ছেরা মৌন মিছিলে —–
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।