প্রবাসী ছন্দে মজনু মিয়া (বাংলাদেশ)

গভীর জলের মাছ
ডাঙ্গায় আসার কথা নয়, তবু যখন এলে;
এসেই হাতের কাছে,একটা শিকার পেলে।
শিকার পেয়ে আবার ছুটলে, গভীর জলে-
গভীর জলে থাকলে পরে,নজর রয় না ফলে!
শিকারীর চোখ, ঢেউয়ের দিকেই থাকে;
ঢেউ তুলে যে মাছ চলে, সেই খবর সে রাখে।
জোয়ার পাবার আশায়,শিকারী ফাঁদ পাতে-
জোয়ার এলেই মাছ আসে,তখন কেল্লাফতে।
মাছ যতই গভীর জলের হও না কেন,
শিকারী তার বাও জানে, কথাটা মেন!