T3 || ঘুড়ি || সংখ্যায় মুনমুন লায়েক

আমার ঘুড়ি
উড়বে আমার রঙিন ঘুড়ি
নীল আকাশের মাঝে
করি, আয়োজন সারা দুপুর
সবার আড়াল চোখে
নতুন সুতো,কাঁচে গুঁড়ো, ভালো আঠা চাই
বড় ঘুড়ি,মস্তখানা লেজের বাহার তাই
উড়বে আমার রঙিন ঘুড়ি
আশ্বিন মেঘের ভেলায়
অনেক উঁচু… অনেক উঁচু উড়ে যাবে
বাতাস গায়ে মেখে
কাউর ঘুড়ি সাহস কোথায়
আমার ঘুড়ির কাছে
পাস কাটিয়ে পালিয়ে যায়
কেটে যাওয়ার ভয়ে
উড়ছে আমার রঙিন ঘুড়ি
কত হৈচৈ, আমি না পারলেও
তুই ঘুড়ি আকাশকে ছুঁয়ে আয়
ঘুড়ি খুব অভিমানী
সহজেই যায় হারিয়ে
ছেলেবেলা স্মৃতির ঘরে
বন্দি হয়ে উড়ে।।