T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় হীরক বন্দ্যোপাধ্যায়

মনে পড়ে…

এখনো সে কথা মনে পড়ে আর স্নায়ু তরঙ্গ
কাঁপতে থাকে…
আমার শরীরে তখন এক আকাশ ঝড়
এক আকাশ আগুন
আমার শরীরে তখন মেঘ ভাঙা বৃষ্টি
এক সমুদ্র গরল ….
মনে পড়ে আর কেঁপে কেঁপে উঠি
সে সব স্মৃতি
সমস্ত ধুয়ে মুছে গেলেও
এখনও কিছু রয়ে গেছে আদমসুমারিতে যা ধরা পড়ে

প্রেম বলে
কিছু ছিল না তখন
ভালবাসা আবিষ্কার হয় নি
পুরুষ বা রমণী তখনও আ্যমিবা হাইড্রা কিংবা
প্লাটিহেলমিনথেস….
স্বপ্নেও
সেকথা মনে পড়লে এখনো স্নায়ু তরঙ্গ কাঁপতে থাকে, ভেঙে পড়ে সমস্ত কান্নার ট্যাঙ্ক
অশ্রুথলী ..পাখিদিবসের গান …

Spread the love

You may also like...

error: Content is protected !!