গুচ্ছ কবিতায় ময়ূরাক্ষী গঙ্গোপাধ্যায়

পেশা অধ্যাপনা। দমদম মতিঝিল কলেজে হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তিনি কর্মরত। তাঁর প্রথম প্রকাশিত বই 'যুবসমাজ ও মূল্যবোধ', বঙ্গীয় সাহিত্য সংসদ (২০১৫)। ২০১৭ সালে উদ্দালক পাবলিশিং হাউস থেকে প্রকাশিত 'Human Development: Special Reference to India'। ২০১৯-এ প্রথম উপন্যাস 'A Novel to the Novelist' প্রকাশিত হয় সপ্তর্ষি প্রকাশন থেকে। তাছাড়াও দেশ-বিদেশের বহু জার্নালে নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে। লেখিকা রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট হিসাবেও স্বতন্ত্রভাবে কাজে ও গবেষণায় যুক্ত। বই এবং পশু-পাখি তার সঙ্গী ও ভালোবাসা।

১। 

প্রশ্নচিহ্নে বিন্দুঘন জমাট নিঃশ্বাস
প্রহর শুধু প্রহর জানে সবটুকু অভিশাপ
ভালোবাসার নৌকো তার ডুবতে থাকে যখন
ডুবুরি জানে সেই পরবাস সেই অতল কোণ
হঠাৎ বিকেল হঠাৎ ঝড় আচম্বিত তবু
কৃষ্ণচূড়ার পালক ওড়ে রামধনু রঙ রেনু
মন জানেনা মনের খবর ওঠাবসা মুখোমুখি
একলা ঘর চার-দেওয়াল ফাটল সংসারী
শেষ হওয়া ভীষণ সহজ যেমন বরফ গলে
যার ঠাঁই নেই সেই হয়তো ঠিকানা খুঁজে চলে

২।

সূর্য ঢলে পড়ার ঠিক আগে
বসন্ত থমকে
শুকনো পাতায় গুনে গুনে
উনিশটা চুম্বন
নিঝুম ঘুম ফানুস মন
আগুন আগুন ছাই
বজ্রপাত কিংবা ভুল
পোড়া বারুদের ঘ্রাণ
চুপ বুক কথা বলুক
হিম হিম উত্তাপ
থমকে থাক এক পলক
চেনা ঠোঁট সুখ টান

৩। 

ডান-বাঁ দেখে রাস্তায় রোজ নামি
পথ জানে জীবন কতটা দামী
কাঁধে বোঝা নিয়ে পা গুনে চলা কুলি
রোজ মেপে নেয় ট্রেনের দৈর্ঘ্যখানি
আকাশ জুড়ে ক্লান্ত মেঘের সারি
ফিরতি পথে ডাকবাক্সের খোপ
যদি কখনও ভুল পথে আসে চিঠি
এক চিমটে রঙীন মাছের টোপ
রিক্সার চাকা কিলোমিটারে ঘামে
চাকরি খুঁজছে বেকার পেনের খাপ
তোমার-আমার ঝুলজমা সংসারে
বিকোচ্ছে রোজ দিনবদলের মাপ
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।