T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে মলয় গোস্বামী

ভাবি, আর লিখব না ।
কিন্তু দেখেছি আমি, না লিখেও মেঘ এসে যায়
গ্রামের আকাশ ভরে ! … গাছেরাও সাজে সজ্জায় !
না লিখেও দেখেছি আমি
সকালে দোকান খোলে ! বিকেলেও ফুটবলে ভিড় !
ভাই ইস্কুলে যায় । নারীও সন্তানবতী । … সন্ধ্যার আকাশে জুড়ে
ভগবান ছড়ান আবীর ।
অনেক ভেবেছি আমি, না লিখেও লক্ষ্য করি
ক্রমাগত ঠোঁটে এসে অভিমান জমে
এক তন্বী প্রেমিকার ; দূরে তার তরুণের
গম্ভীর দুটি চোখে ভালবাসা অশ্রু হয় ক্রমে !
ভাবি — আর লিখব না ।
কিন্তু দেখেছি, হায়
কতকিছু আমাকে কাঁদায় !
পেন হাতে নিয়ে ভাবি, না-লিখে পারিনা কেন ?
এটা কি আমার মতো দুর্বলের দায় !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।