কবিতায় শান্তনু প্রধান

বিষন্ন দিন

নিরুত্তর যদি কোনো শব্দ হয়
সেই ডালে ঝুলিয়ে রাখি
এই নিশি যাপনের যাবতীয় ভ্রমণ বৃত্তান্ত
এখানেই একদিন সোনালি রোদ মেখে নড়ে উঠবে
আমাদের অতীত জন্মের পদাবলী
হয়তো সেদিন বসন্ত রেনুর উপঢৌকন
আজকের মতো বেজে উঠতে নাও পারে
তবুও বলি
তোমার গভীরে এই যে পানসির ডুব মোটেও নিছক নয়

এই তো তোমার আহত হাত
চেটর ওপর শুধু একবার রাখো
ধারালো চোখ
সমস্ত উপকূল জুড়ে একা অনাবিষ্কৃত জোৎস্নার দিকে ভেসে যাচ্ছে কর ছায়া
তাকে কি পূর্ণতা দিতে পারো
যদি পারো একাবার শক্ত করে জড়িয়ে ধরে বল
এই আমাদের জলবায়ু
এই আমাদের অব্যক্ত রুমালে লেগে থাকা আবির

দূরাগত গন্তব্যের তৃষ্ণার্ত স্মৃতি টুকু
ঢেকে রেখেছে বিষণ্ণ অন্ধকার।

Spread the love

You may also like...

error: Content is protected !!