দিব্যি কাব্যিতে মন্দিরা ঘোষ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সরিয়ে নিই চোখ
সরিয়ে নিই চোখ
ঠাণ্ডা চায়ের চুমুকে ঠোঁট রেখে
খবরগুলো পেরিয়ে পেরিয়ে যাই
যেন এক একটা হার্ডল
পাতায় পাতায় মৃত্যুর বিলাসী ডানা
নিজেকে ছুঁড়ে ফেলতে ফেলতে
ক্লান্ত চোখের হ্যাঙওভার
সামনে সারি সারি এ্যাম্বুলেন্স
হঠাৎ হারিয়ে ফেলা প্রিয়জনের মুখ
অজস্র পচা গলা শব নিয়ে হতবাক নদী
মৃত্যুর মালা গেঁথে চলা ডাক্তারের ফ্যাকাসে আঙুল
এইসব হাড়হিম দৃশ্য থেকে সরিয়ে রাখি সকাল
একটানা হার্টের ধক ধক হুটার তবু বেজেই চলে
চোখ রাখি তোমার চোখে
চোখ রাখি গ্রিলের ফাঁক গলে আসা রোদের ভূমিকায়
চোখ রাখি কন্যার অবেলার ঘুমে
যেটুকু আগলে রাখা বাঁচা
মেলে দিই পর্দার বাড়তি ঝুলে
অগোছালো বইয়ের জমা ধুলোয়
মায়াবী সংসারের চাহিদায়
পুজোর মন্ত্রে ঢেলে দিই বেশি বেশি ধুনোর গন্ধ
রাত বাড়লে সাদা চাদরে মুখ গুঁজে
পুরোনো পৃথিবীটাকে খুঁজি
যেখানে একটাও মুখোশে ঢাকা মুখ নেই