কবিতায় মানস ঘোষ

মেলাবো না হাত

একের পর এক করমর্দনে
বাড়তে থাকে সংক্ৰমণ, কোথাও রানী
অথবা কোনো দেশের রাজকন্যা..
আমরা সে ঝুঁকি নিইনি,
খেলিনি দোল, দরবারে কাটেনি আঁচড়..
যদিও কিছু উড়ান…. তা হোক,
ওরা তো আমাদেরই লোক !
এখন লকডাউন..
কথা শোনো, ঘরে থাকো
নিজেরাই বুঝে নাও,
নিজেদের ভালো
মুশকিল? – জানি,
এত যে মানুষ ! এত বড় দেশে !.. কেউ থাকে ঘরে
কেউ পথে যায় ভেসে…
এরপর…কেউ খাবার জোগাড় করতে গিয়ে..
কিছু ঘরে ফেরার হাঁটায়..
কেউ বা অনাহারে
বাকিরা সংক্রমণে..
এইভাবে সংখ্যায় কমতে থাকি ,
ক্রমাগত সহজলভ্য হয়
নির্জনতার সুযোগ , দূরত্বের পরিসর !
একসময়
উঁচু বাড়িগুলো টিকে থাকে কেবল,
তারও পরে, পড়ে থাকে শুধু রাজদরবার !
আর ভয় নেই…
আমরা পোকামাকড়ের মতো মরে যাবো, হে রাজন,
তবু মেলাবো না হাত ..
ছুঁয়েও দেখবো না ঐ ক্রূর পাশার দান !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।