কবিতায় মৌসুমী মণ্ডল দেবনাথ

আমার জন্ম ত্রিপুরায়। তবে বর্তমানে বিবাহসূত্রে কলকাতায় থাকি। উচ্চমাধ্যমিক অব্দি ত্রিপুরার ধর্মনগর উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়ার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করি। বিভিন্ন পত্র পত্রিকায়, ব্লগজিনে লেখার পাশাপাশি আমার দু 'টো কবিতার বই প্রকাশিত হয়েছে। কলিকাতা লেটারপ্রেস থেকে "রৌদ্রছাপা উঠোন" (২০১৬ সাল ) ও নীহারিকা প্রকাশনী থেকে "বাউণ্ডুলে পাখি " (২০১৮ সাল)।

১| ছায়া

আমার ব্যথার উপরে কে যেন
ঝুরো ঝুরো মাটির প্রলেপ দিচ্ছে রোজ
একটি সমাধি বেদী তৈরী হবে আমার
পাথরের ফলক খোদাই করে লেখা হবে নাম
অথচ আমি চাই আজ বিকেলে
আমার সঙ্গে দেখা হবে এক সান্ধ্য প্রতিবেশী কিশোর প্রেমিকের
আমার দুপুরের রোদ মাখা কৌতূহল
তার বন্ধ জানালার প্রান্তে টোকা মারুক
আমি জড়িয়ে পড়বো কথার পিঠে কথায়
যদিও এখন আর তাকে আমি চিনিনা…
তবুও সে বলুক আমি তার অতি পরিচিতা
সে বলুক প্ৰথম দেখা হওয়া বিকেলটির’র কথা

ফিরে আসুক আমাদের মাঝখানে উড়ে যাওয়া
একমুঠো বুনো ফুল ও ধুলোবালির প্রহর
দেখা হোক কোনো এক কফিশপের উষ্ণ গল্প ঝড়ে
আমাদের কথোপকথনে থমকে যাক একটি হলুদ ঋতু
আমি সেই পরিচিত গাছেদের ছায়াসমূহ জড়ো করছি…

২| দেশ

এই দেশে কয়েক’শ প্রফুল্ল তরঙ্গ আঁকা নদী আছে।
নীল কুয়াশা আঁকা পাহাড়ও আছে
আছে শহর ও গ্রাম, হলুদ উপত্যকা।
এই দেশেই কয়েক’শ কোটি মানুষের সঙ্গে
নীলা আর রহিম থাকে…
তারা কবিতায়, গল্পে ভালোবাসার ঘর বানায়।
সূর্যমুখীর চাষাবাদ করে, শান্তির সফটওয়্যার তৈরী করে।
সন্তান বড় করে, ফুল গাছ ও চাঁদের ছবি আঁকে।
এই দেশে রবি ঠাকুরের লেখা একটি জাতীয় সঙ্গীতও আছে…
তিনি এখন পদ্মানদীর মতো কুলকুল করে ঘামছেন।
এখন এই গানের লিরিকস্ অনেকে ভুলে গেছেন…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।