T3 || সৌভিক স্মরণে || সংখ্যায় মহুয়া দাস

মৃত্যু
মৃত্যু, হে মৃত্যু,
ডেকে যাও তুমি কোন পারাবারে?
তোমাকে ছুঁয়ে কি ফিরে আসে মেঘ?
ফেরা যায় না বলেই চলে যেতে হয়।
একেবারে সটান, নিঃশর্ত।
কৃপণ বেলা ছুঁয়ে দোল খাও তুমি,
সে কি বুঝেছিল কিছু?
তার হাসি হাসি চোখদুটি
সে কথা বলে না।
এভাবেই চলে যাবো আমরাও,
অকস্মাৎ, নিঃশর্ত।