T3 || ঘুড়ি || সংখ্যায় মধুমিতা ধর

ঘুড়ি হতে চাই
সুতো হতে চাইলে তুমি ইচ্ছে ঘুড়ি হব
তোমার সুতোর টানে আমি আকাশটাকে ছোঁব।
সাদা মেঘের ভেলায় চড়ে ঘুরব দিকবিদিক্
পথ হারালে তোমার সুতোয় টান পড়বে ঠিক্।
ঘুড়ির মেলায় মিশে গিয়ে তোমায় দেব ফাঁকি
সুতোর বাঁধন ছিন্ন হলে চিনতে পারবে না কি?
চিনে নিও যেমন করে সাগর চেনে ঢেউ
তোমার আমার মনের খবর জানবে না তো কেউ।
সুতো ছাড়া ঘুড়ির তো আর মূল্য কিছুই নাই
তুমি সুতো হলে আমি ঘুড়িই হতে চাই।