T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় নৃপেন্দ্রনাথ মহন্ত

তোমার দেখা নাই রে

হা পিত্যেশ বসে আছি তোমার আসার আশে
একা একা প্রহর গুনছি তুমি তো নেই পাশে।

পাড়ায় পাড়ায় স্কুল খুলেছি কলেজ ব্লকে ব্লকে
তুমি নাকি আছো বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকে।

নামিয়েছি শহরে বাস অফিস টাইমেও ফাঁকা
তোমরা নাকি সব চলে গেছ দল বেঁধে বা একা
ই-রিক্সা,টোটো কিংবা টাটা ম্যাজিক ভাড়া করে
শুনে শুকনো চক্ষু আমার আসছে জলে ভরে।

দোকান খুলে বসে আছি খরিদ্দারের আশায়
আজব খবরগুলো আমায় ডোবায় হতাশায়
দোকানে আর কেউ আসে না সবাই শপিং মলে
না, মলেও তত মল বাজেনা গেছে খুড়োর কলে
খুড়োর নিজের দোকান নেই গুদাম শুধু আছে
সবারই মাথা নত তার অনলাইনের কাছে।

আমি কবি। মায়ের আর বউয়ের গয়না বেচে
বই ছাপিয়েছি কয়েকখানি,সবই গেছে জলে।
তুমি পড়ছ পিডিএফ নেটফ্লিক্সের অ্যাপে
চাওয়া পাওয়া বদলে গেছে জেনারেশন গ্যাপে।

যতই তোমায় ভালোবাসি,যতই না কেন চাই
তোমার দেখা নাই গো বন্ধু, তোমার দেখা নাই।

Spread the love

You may also like...

error: Content is protected !!