T3 || স্বাধীনতার খোঁজে || বিশেষ সংখ্যায় মাথুর দাস

আগস্ট এলেই

আগস্ট এলেই অগস্ত্য-যাত্রা পূর্ব-প্রতিশ্রুতির,
ফুলিয়ে বেলুন নতুন গল্পের শুভ মহরত ;
আকাশ মাপে মেঘের গুচ্ছ, তুচ্ছ ক্ষয়ক্ষতির,
আগস্টে শেষ শ্রাবণধারা, শুভারম্ভ শরৎ ।
আগস্ট এলেই বানভাসি লোক, হালত যাচ্ছেতাই,
দান-খয়রাত ত্রাণ-তহবিল কোথাও বা তছরূপ ;
দ্যাখো পায়রাখুপির মানুষরূপী জীবন হাসছে ভাই,
খাওয়া না-খাওয়া বেশি-খাওয়ার দিনগুলি নিশ্চুপ ।
না-দেখা শেকল চতুর্দিকে, সময়ে অস্থিরতার ছাপ,
‘নুন আনতে পান্তা ফুরোয়’ অসুখে কীইবা উপশম !
আগস্ট এলেই মন-খুশি আর স্বাধীন-স্বাধীন ভাব,
দিগ্বিদিকে পতাকা উঁচু, ‘জয় হিন্দ্’ ‘বন্দে মাতরম্’ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।