কবিতায় মল্লিকা চক্রবর্ত্তী

১| মৌন মিছিল
মৌন মিছিলে হয় কিছু,আমার তো নেই জানা,
দাঁত দিয়ে পাঠিয়েছেন ওনি ব্যবহারের নেই মানা!
হারতে আমি আসিনি,এখনো বলছি ঠিক কথা,
মরতে হবেই একদিন, অমর্যাদায় নেবোই মাথা।
এ সৎসাহস জন্মগত, যেমন আমি কবিতা লেখি,
অন্যাই করতে জানিনা,চোর, ছ্যাচড়া কখনো না,
অন্যাই পারি না মানতে, শান্তির তরে চুপ থাকি!
রেগে যখন যাই আমি, বলতে বাকি কিছু না রাখি।
হোক সে মাতা,পিতা, হোক না সে গুরুদেব মোর ;
ন্যায়, সত্য তুলে ধরতে, এ আমার ঐশ্বরিক জোর!
দুর্গা লক্ষ্মী আমরা মোরা, সময়ে কালি সাজতে হয়
তবেই পাবে অধিকার তব,না হলে তুমি কিচ্ছু নয়!
কালি মায়ের মতো নাশো শত্রু,গলে পরো মুণ্ডমালা;
পালাবে অসুর ভয়ে দেখো, থেকো না হয়েই বালা।