সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মানস চক্রবর্ত্তী – ১৮

মর্তকায়ার অন্তরালে

|| ১৮ ||
গোয়েন্দা রিপোর্ট থেকে আমরা জানতে পারি স্বামীজির পত্রাবলীও বাজেয়াপ্ত করার প্রস্তাব উঠেছিল | সেই সংক্রান্ত নথিটি হলো : “In the middle of 1915 Government of Bengal proposed to take action against the printer and publisher of ‘patrabali Part 1’ , 4th edition of Swami Vivekananda for contravening Sec 4(c) of Press Act, 1910.Accordingly English translation of the book was sent to Sri S .R.Das,Standing Counsel for legal opinion.” ৩৫

বিপ্লবীদের উপর স্বীমীজির লেখার প্রভাব যে বিরাট পরিমাণে বিস্তৃত ছিল সে কথা ইংরেজ সরকার বেশ ভালোমতোই জানতেন | গোপন নথিপত্রে এর উল্লেখ আছে | “In the Anusilan Samity – System Vivekananda’s works were considered as text books to be used to gather recruits. Libraries in the name of Vivekananda’s were also found in the house of revolutionaries Ramkrishna Kathamrita and Vivekananda’s kamajoga were favourite books.( Freedom Fighters’ papers No 45.state Archives, Writers Buildings.)

শিকাগো ধর্মমহাসম্মেলনের পর দেশে ফিরলে কলকাতা মহানগরীতে ২৬ ফেব্রুয়ারি ১৮৯৭ সম্বর্ধনার আয়োজন করা হয় | তার উত্তরে স্বামীজি যে ভাষণ দিয়েছিলেন তা গোয়েন্দাদের ফাইলে বন্দী আছে | ঐ ভাষণ যে মুক্তিসংগ্রামীদের উপর দারুণ প্রভাব বিস্তার করেছিল তা ২২/৪/১৯১৪র টেগার্ট রিপোর্টে উল্লেখ আছে |

স্বামীজির বই এবং বক্তৃতা যে মুক্তিসংগ্রামীদের কাছে বিশেষ প্রেরণার ছিল তা বিপ্লবী ড: যাদুগোপাল মুখোপাধ্যায়ের লেখায় বর্ণিত হয়েছে : “একদিকে বঙ্কিমের আনন্দমঠ এবং অন্যদিকে স্বামীজির উৎসাহবাক্য নতুন ভোরের খবর দিতে লাগল | ‘পত্রাবলী’, ‘ভারতে বিবেকানন্দ’, ‘ভাববার কথা’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য’, ‘বর্তমান ভারত’, ‘স্বামী শিষ্য সংবাদ’, বিশেষ উল্লেখযোগ্য | এছাড়া স্বামীজীর ইংরেজী বক্তৃতাগুলি ,যেমন- Lectures from colombo to Almora – পড়তাম | স্বামীজীর অবদান হিসাবে এসব তো গেল গৌণ( indirect ) প্রভাব | আমাদের মনে তার চেয়েও মুখ্য(direct) প্রভাব বিস্তার করল অনুশীলনের স্থাপয়িতা সতীশ বসুর উক্তি |…… স্বামীজীর স্বপ্ন ছিল জাগ্রত, সমুন্নত, এক যোগে যুক্ত স্বাধীন ভারত |”৩৬

স্বামীজির মৃত্যুর পর স্বামীজি প্রতিষ্ঠিত বেলুড়মঠ তথা রামকৃষ্ণ মিশন যে বিপ্লব আন্দোলনের সঙ্গে যুক্ত এই অভিযোগ সরকারী গোপন ফাইলে বার বার উঠে এসেছে | “These Missionaries are suspected of preaching Swaraj and Brahmananda alias Rakhal Ghose hasbeen described as leader of these men.”৩০ ১৯১২খ্রিস্টাব্দের ২৯জানুয়ারি বেলুড় মঠে স্বামীজির ৫০তম জন্মোৎসবে বিপ্লবীরা সক্রিয় অংশ নেওয়ার ব্যাপারে গোয়েন্দা রিপোর্টটা একটু দেখে নিই : “on the occasion of Swamiji’s 50th anniversary held at Belur on 29.1.12 several members of now defunct Anusilan Samity had done the work of feeding the visitors present. After the function was over a secret political meeting was reported to havebeen held but not confirmed.” ৩৮

স্বামীজির দেহান্তের পর স্বামীজির বাণী, বক্তৃতা, লেখা বিপ্লব আন্দোলনকে যেভাবে অক্সিজেন জুগিয়ে চলেছিল তা ব্রিটিশ সরকারের বিশেষ মাথাব্যথার কারণ ছিল উপরের গোয়েন্দা রিপোর্ট থেকেই তা প্রমাণিত হয় | স্বামীজি যেনো স্বামীজিরই কথার প্রতিফলন : “আজও পর্যন্ত ভারতের কর্তৃপক্ষ সন্ন্যাসীকে ভয় করেন, পাছে গৈরিক বসনের নীচে আর একজন শিবাজী লুক্কায়িত থাকে |” ৩৯ ব্রিটিশ রাজশক্তির কাছে স্বামীজি ছিলেন গৈরিক বসনের নীচে লুক্কায়িত আর এক শিবাজী |

তথ্যসূত্র : ১|বাণী ও রচনা, ৫ম খণ্ড, উদ্ধোধন কার্যালয়, ১৯৯৭, পৃ.১৫৩ ২| স্বামী বিবেকানন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, স্বামী পূর্ণাত্মানন্দ, উদ্বোধন, জানুয়ারি ১৯৮৮, পৃঃ ৭৪. ৩| ঐ, পৃঃ১৯ ৪| স্বামী বিবেকানন্দ, ডঃ ভুপেন্দ্রনাথ দত্ত, নবভারত পাবলিশার্স,৩য় সংস্করণ আশ্বিন ১৪০০, পৃঃ ২ ৫| স্বামী বিবেকানন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম , পৃঃ ৯ ৬| ঐ,পৃঃ ৯ ৭| ঐ, পৃঃ১১ ৮| ঐ, পৃঃ১১ ৯| ঐ,পৃঃ১৩,১৪ ১০| ঐ,পৃঃ১৪ ১১| স্বামী বিবেকানন্দ এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, পৃঃ৭,৮ ১২| ঐ, পৃঃ৮ ১৩| পত্রাবলী, উদ্বোধন কার্যালয়, ২০০০,৮ম খণ্ড, পৃঃ৪৮ ১৪| বিপ্লবী বিবেকানন্দ, নিমাই ভট্টাচার্য,দে’জ, শ্রাবণ ১৪২০,পৃঃ১০৯ ১৫|ঐ,পৃঃ১১০ ১৬|ঐ,পৃঃ ১১৪ ১৭| স্বামী বিবেকানন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, পৃঃ১৫ ১৮|বিপ্লবী আন্দোলনের নেপথ্যে নানা কাহিনী, শিশির কর, আনন্দ পাবলিশার্স, ২য় মুদ্রণ, জুন ২০১৩ পৃঃ ৩৯ ১৯| স্বামী বিবেকানন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, পৃঃ৯১ ২০| আমার দেখা বিপ্লব ও বিপ্লবী, মতিলাল রায়, প্রবর্ত্তক সঙ্ঘ, চন্দনগর১৪১৮,পৃঃ৩২ ২১| ঐ, পৃঃ২৯ ২২| স্বামী বিবেকানন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, পৃঃ১৭ ২৩| আমার ভারত অমর ভারত, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, জুন২০০৫, পৃঃ ১৬১-১৬২ ২৪| বর্তমান পত্রিকা, ২৩জানুয়ারি ২০১২ ২৫| আমার ভারত অমর ভারত ,পৃঃ ১৬৪ ২৬| ঐ,পৃঃ ১৪৭-১৪৮ ২৭|গোয়েন্দা রিপোর্ট ‘রাজনৈতিক সাধু ও রামকৃষ্ণ মিশন – লাডলীমোহন রায়চৌধুরী, পুনশ্চ,কলকাতা,২০০৬,পৃঃ ১৫১ ২৮| Letters of Sister Nivedita Vol || ২৯| স্বামী বিবেকানন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, ৩য় সাক্ষাৎকার, পৃঃ৩৪ -৩৫ ৩০| বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ, ৭ম খণ্ড ১৯৮৮, পৃঃ৭০ ৩১| ঐ ৩২| ঐ ৩৩| বিবেক বাণী, পৃঃ ১৬৬ ৩৪| স্বামী বিবেকানন্দ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, পৃঃ ৯২-৯৩ ৩৫| বিপ্লব আন্দোলনের নেপথ্যে নানা কাহিনী, পৃঃ ৪১ ৩৬|ঐ,পৃঃ ৪০ ৩৭| ঐ,পৃঃ ৪৪ ৩৮| ঐ,পৃঃ৪২ ৩৯| বিশ্ববিবেক, পৃঃ৬১

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।