|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 বিশেষ সংখ্যায় মমতা ভৌমিক

আগাছা
“আজ মঙ্গলবার
পাড়ার জঙ্গল সাফ করবার দিন”
জঙ্গল সাফ করতে করতে
কখন ঢুকে গেছি গভীর জঙ্গলে
অনেকের মত আমিও গাছ হয়ে গেছি!
শুধু নিজের খাদ্য নিজের তৃষ্ণা
নিজের বিস্তার নিয়ে মগ্ন
এত মগ্ন যে প্রতিবাদের সময়
গলা দিয়ে স্বর বেরোয় না
অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ানোর সময়
পা যেন স্থবির
একক প্রয়োজনের কথা ভাবতে ভাবতে
কবে শিকড়ে রূপান্তরিত হয়েছে পা
শুধু শুষেই চলেছি শুষেই চলেছি
পৃথিবীর জল রোদ হাওয়া
বিনিময়ে অক্সিজেন? নৈব নৈব চ।
নিশ্চিত জানি এমন আগাছার জঙ্গলও
সাফ হবে কোনো এক মঙ্গলবারে।