T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় ইন্দ্রজিৎ সেনগুপ্ত

সংক্রান্তি

সূর্য মকরে। করোনা হাঁ করে।
যাই যাই করে তবু আসে ফিরে –
কনকনে শীত। শান্তি।
পিঠে পুলি পায়েস নলেন গুড়ে-
বাঙালির প্রেম। মুখে মাস্ক পরে।
পৌষের সংক্রান্তি।
কেউ ছুটে যায় গঙ্গা-স্নানে-
সাগর মেলায় পুণ্য-অর্জনে,
জানাতে মনস্কামনা।
মা-মাসিদের ছুটে গেছে ঘুম
পিঠে, পুলি আর পায়েসের ধূম
টুসু দেবীর আরাধনা।
মাঘের শীত নাকি বাঘের গায়?
শীত চলে গিয়ে দল পাল্টায় –
একি বদলের ভ্রান্তি?
বসন্ত ঢুকে গেছে শীতের কাঁথায়
লাল পলাশ ফোটে সবুজ পাতায়
শিরে শিরে সংক্রান্তি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।