কমলাটে হলুদ রসালপত্রঝরা মৃদু শৈত্যকে
মিছেমিছি মৃত্যুর প্রতিকল্প ভেবে
মূলতঃ এসপ্রেসো জীবনকেই ডেকে আনি
ইন্টারসিটি এক্সপ্রেস ছেড়ে যাওয়া তড়িঘড়ি ত্রস্ততায়
ছেড়াকাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নটিকে
( এটা একবিংশের তৃতীয় দশক
-বিটকয়েনে না বলাটা অশৈল্পিক )
সুঁইসুতোর সম্পাদনার পর এখনও কেউ কেউ
অভুক্ততার গল্পটাকে জাদুবাস্তব করে তোলে
ঝুঁকিপূর্ণ অনিমন্ত্রিত বৈবাহিক ভোজনে
এক পশলা বৃষ্টি ছাঁটের জন্য
চিরপিপাসার্ত কেউ আবার
শেষ পৌষের মাঝরাত্তিরে মুহূর্তেই ফিরে যায়
মল্লার -মন্দ্রিত চেরাপুঞ্জির শ্রাবণ দিনে
আর কাটাকুটি ভালোবাসার কাঙালেপনা নিয়ে
কাঙ্ক্ষিত ভার্চুয়াল প্রত্যুত্তরের প্রত্যাশায়
রাগপ্রধান পৌষালি রাত ভোর হয়ে যায়
অপ্রার্থিত নোটিফিকেশনের নোংরা ছাইগাদায়।