T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় গৌতম তালুকদার

মন খারাপ করিনি

বসে থাকি কখনোই মন খারাপ করিনি
ঘুরি ফিরি এতা-সেতা বাতাস নিয়ে খেলি।
আকাশের দিকে মুখ তুলে গান গাই হাসি
তারা আর চাঁদের লাবণ্য দেখে মুগ্ধ হয়ে
স্বপ্ন আঁকি এই তো আমি; দুটো ভাত খাই।
কেননা এ নৎসার দেহ আমার তো নয়
সুস্থ রাখবার প্রায়াসে আলো খুঁজি আঁধারে।

ভালো থাকার ইচ্ছে ভালোকিছু করার মনন
মাঝে মাঝেই দুষিত বাতাসের কুচুটি পনায়
এতোটাই দগ্ধে পোড়ায় যেন অস্তীত্বের সঙ্কট।
তবু পাহাড় আর গাছের কাছে গিয়ে দাঁড়াই;
ভাবি কুকুর প্রানি মনুষ্যর আড়ালে অবিবেচক
আচরণ স্বাভাব নিয়ে আসে হিংস্রতায়।

হ্যা পতিবাদ করি করতেই হয় প্রশ্রয় দিলে।
তাই,লেখার টেবিলে বসি রাত জেগে লিখি
সভ্যতা শেখাতে আনতে এটাই স্রেষ্ট পন্থা ।
আগমনীর শুভ আগমনে সকলের ভালো
করুন মা এই প্রার্থনা নিয়ে মন খারাপ করিনি।

Spread the love

You may also like...

error: Content is protected !!